[১]ডার্কওয়েবে ৭ কোটি ৩০ লাখ গ্রাহকের তথ্য বিক্রি করছে হ্যাকাররা

আমাদের সময় প্রকাশিত: ১২ মে ২০২০, ১৬:০৬

বিশ্বজুড়ে চলমান করোনা ভাইরাস মহামারীর মধ্যেই বেশ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে ব্যবহারকারীদের তথ্য চুরি করে তা ডার্ক ওয়েবে বিক্রি করছে হ্যাকার দল। সবমিলিয়ে বিক্রি হয়েছে ৭ কোটি ৩৩ লাখ গ্রাহকের তথ্য। যা স্বীকার করেছে হ্যাকার দল হ্যাকার দল শাহিনহান্টার। [৩]অনলাইন ডেটিং অ্যাপ জুস্ক, মার্কিন সংবাদমাধ্যম স্টার ট্রিবিউন ও খাবার সরবরাহকারী সেবা প্রতিষ্ঠান শেফের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো থেকে এই তথ্য চুরি করছে হ্যাকাররা। প্রত্যেক গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে ১৮ হাজার ডলারে। [৪]হ্যাকাররা চ্যাটবুকস, সোশালশেয়ার, মিন্টেড, অনলাইন প্রকাশক ক্রোনিকেল অব হায়ার এডুকেশন, জিজুমিম এন্ড মিনফডুল ও জিডিনেটের মতো ম্যাগাজিনগুলো থেকেও তথ্য হাতিয়ে নিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us